৩৬০ আউলিয়ার পূন্য ভূমি দুটি পাতা একটিকুড়ির দেশ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐহিত্যবাহী শাহবাজ পুর গ্রামের বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজে কোরআন মরহুম আব্দুল মান্নান (ময়না মিয়া) ও তিনির ভ্রাতা জনাব আলহাজ্ব মো: আফতার মিয়ার যৌথ প্রচেষ্টায় ১৯৯৫ সালে করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শাহাবাজ পুর নিজস্ব ভূমির উপর প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৯৮ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে অত্র মাদ্রাসা পাঠদানের অনুর্মতিপায় এবং ০১/০১/২০০১ সাল হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয়ে অদ্যবধি চলমান। প্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক দক্ষ ও অভিক্ত শিক্ষক /শিক্ষিকা দ্বারা পরিচালনা হয়ে আসছে । ০১/০৫/২০০৪ সাল হতে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কৃতক সরকারী অনুদান ভূক্ত হয়। এই মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ/বিদেশে শিক্ষা কর্মক্ষেত্রে মেধা ও কৃতিত্তের সাথে দায়িত্ব পালন করছে।
