সুপারিন্টেন্ডেন্ট এর বাণী

শাহজালাল (রহঃ) পূর্ণ্যভূমি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহবাজপুর গ্রামে মনোরম ও নিরিবিলি পরিবেশে করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা মরহুম হাফেজ আঃ মন্নান ৪ ময়না মিয়া মরহুম আলহাজ্ব মোঃ আকতার মিয়ার আর্থিক সহযোগতায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১/১/১৯৯৮ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করে ০১/০১/২০০১ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১/০৫/২০০৪ সালে সরকারী (MPO) ভুক্ত অনুদানভূক হয়

মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন হতে বর্তমান পর্যন্ত শিক্ষা ও ধর্মার মূল্যবোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদ্রাসাটি এবতেদায়ী ১ম শ্রেনিহতে দাখিল ১০ ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। সবুজ শ্যামল আংগিনার প্রতিষ্ঠানটি অবস্থিত মাদ্রাসা গরীব ও এতিম দাবীদের লেখাপড়ার জন্য দাবী হোসেন এবং এ ফ্রি বেস থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছি,

একেক্রে এলাকাবাসীর আন্তরিক সহযোগীতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। যারা এ প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগীতা করে ইন্তেকাল করেছেন। পরম করুনাময় মহান রাব্বুল আলামীনের নিকট তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আদর্শ মানুষ গড়ার কেন্দ্র বিন্দু হিসাবে ইসলামী শিক্ষাদরদী জানের সত্যিকারের আলোবর্তিকা হউক, মহান কারন আলামীনের কাছে আমাদের প্রার্থনা।

মোঃ গোলাম রব্বানী
সুপারিন্টেন্ডেন্ট
02/09/2020