সভাপতি এর বাণী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি প্রর্ণাগ ধারা মাদরাসা শিক্ষাব্যবস্থা সাধারণ শিক্ষার পাশাপাশি সমান্তরালভাবে এটি ধরে চলছে, দীর্ঘদিন ধরে এ দেশের জন্য মানসে তার স্থান করে নিয়েছে সুরক্ষিত ও সুদরিভাবে, ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষা পরশপর পরিপূর্ণ, এ সমন্বিত ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানক রুপই হচ্ছে মাদ্রাসা শিক্ষা, ইহলৌকিক উন্নতির সাথে সাথে পারলো কিক মুক্তির পথ দেখাতে প্রতিষ্ঠিত হয়, ০১/০১/১৯৯৮ সালে পাটদানের অনুমতি পায় ০১/০১/২০০১ সালে – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর স্বীকৃতি প্রাপ্তহয়, বিগত- ১১/০৫/২০০৪ সালে( Mpo) ভূক্ত হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মান সম্মাত করায় জন্য অপরিহাস হচ্ছে সার্বিক গুনগত ব্যবস্থাপনা সৃজন শীল ও উদ্ভাবনী ঙুলক শিক্ষা কার্যক্রম পরিচালনা জন্য দরকার অবকাঠামো ও পরিবেশ আমরা গুনগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ট আসুন আমরা যারযার অবস্থানে থেকে সাধিক সাহায্য সহযোগিতা করে আমাদের মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মহান রাব্বে কারিম আমাদের প্রতি সহায় হউন, আমিন

মো: শওকত আলী

০৯/০৯/২০২৩